ক. গবাদিপ্রাণি ও হাসঁমুরগীর চিকিৎসা সেবা ঃ- ভেটেরিনারি সার্জন/উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসা প্রদান করবেন। কম্পাউন্ডার ও ড্রেসার ডাক্তারকে সহযোগীতা করবেন।
খ. সংক্রামক রোগ প্রতিরোধে টিকা প্রদান ঃ- ভেটেরিনারি মাঠ কর্মী মাঠ পর্যায়ে অথবা ক্যাম্পাসে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধ কার্যক্রমের ব্যবস্থা নিবেন।
গ. মাঠ সহকারী (কৃত্রিম প্রজনন) অফিস ক্যাম্পাসে অথবা মাঠ পর্যায়ে গাভীর কৃত্রিম প্রজনন সেবা প্রদান।
ঘ. দুগ্ধ খামার, হাঁস- মুরগী খামার স্থাপনের পরামর্শ প্রদান।
ঙ. গরু মোটা তাজাকরন, কাচাঁ ঘাস সংরক্ষন প্রযুক্তি প্রদান।
চ. উন্নত জাতের ঘাস চাষ সম্পর্কে খামারীদের পরামর্শ প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS