Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
‘লাম্পি স্কিন ডিজিজ’ বা এলএসডি
Details

‘লাম্পি স্কিন ডিজিজ’ বা এলএসডি একটি ভাইরাসঘটিত রোগ।  

এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই।

রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা করাতে হয়।

প্রাথমিকভাবে অ্যান্টিপাইরেটিক ও অ্যান্টিহিস্টামিন দিয়ে চিকিৎসা করতে হয়।

নডিউল বা গুটি ফেটে গেলে বা সেকেন্ডারি ব্যাক্টেরিয়াল ইনফেকশন দমন করার জন্য সিস্টেমিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যায়।

এ ছাড়াও ফেটে যাওয়া গুটিতে যেন মশা-মাছি বসতে না পারে, সে জন্য ফ্লাই রিপিলেন্ট ব্যবহার করা যায়।

ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে সাধারণত  রোগটি  দ্রুত সেরে যায়।

আক্রান্ত পশুকে মশারির ভিতরে রাখলে সহজেই রোগটা ছড়াতে পারে না।

লাম্পি স্কিন ডিজিজ রোগের লক্ষণ প্রকাশ পেলে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বা রেজিস্ট্রার্ড প্রাণি চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিচর্যার ব্যবস্থা করতে হবে।

শুধু সচেতনতার মাধ্যমেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

Attachments
Image
Publish Date
15/02/2025
Archieve Date
30/06/2026